Tuesday, July 17, 2018

ইউটিউব থেকে সিলভার ক্রেস্ট পেল ‘আজব’

জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের থেকে বিশেষ স্বীকৃতি সিলভার ক্রেস্ট পেয়েছে ইউটিউব চ্যানেল "আজব"।



চ্যানেলের ভিডিও গুলোকে স্বীকৃতি দিয়ে ‘ইউটিউব ক্রিয়েটর রিওয়ার্ডস’ শীর্ষক ক্রেস্ট দিয়েছে ওয়েবসাইটটি।

‘আজব’ ইউটিউব চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার হওয়ায় এ সম্মান দেওয়া হয়। গত মে মাসে এই মাইলফলক পেরিয়ে যায় ‘আজব’। বর্তমানে এর সাবস্ক্রাইবার সংখ্যা ১.৫ লাখেরও বেশি।

সিলভার প্লে বাটনের সঙ্গে পাঠানো চিঠিতে ইউটিউবের সিইও সুসান উইজেসকি বলেন, ‘আজব’ এমন কিছু করেছে, যা খুব কম ইউটিউব ক্রিয়েটর করতে পেরেছে। আমরা জানি  পুরস্কারের জন্য তারা এটি করেননি। আপনারা এটি করেছেন, কারণ আপনারা সৃষ্টি ও তা ভাগাভাগি করার পথে চলেন।’

আজব চ্যানেলের চার সদস্যের দলে রয়েছেন মহিউদ্দিন আহামেদ, রুপম রাজ্জাক, সিজারাজ জাহান মিমি ও তানিয়া সুলতানা।



‘আজব’ চ্যানেলে মূলত অমীমাংসিত রহস্য, বিনোদন, শিক্ষামূলক এবং মানুষকে চমৎকৃত করে এ ধরনের ভিডিও পাবলিশ করা হয়।


No comments:

Post a Comment