Wednesday, July 12, 2017

সেকেন্ডারি ডিসপ্লেসহ বাজারে আসছে মেইজু প্রো ৭


বাজারে আসছে মেইজুর নতুন স্মার্টফোন। প্রো ৭ নামে নতুন এ ফ্ল্যাগশিপে মিডিয়াটেক হেলিও এক্স২০ চিপসেট থাকবে বলে অনলাইনে গুজব উঠেছে। স্মার্টফোনটি এ বছরের দ্বিতীয়ার্ধে জনসমক্ষে উন্মোচিত হতে পারে।
অনলাইনে ফাঁস হওয়া তথ্যানুসারে মেইজু প্রো ৭
স্মার্টফোনে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে যা ডুয়াল রিয়ার ক্যামেরা প্যানেলের নিচে থাকবে। সংবাদমাধ্যম গিজমোচায়নার প্রতিবেদনে মেইজু প্রো ৭ স্মার্টফোনের প্রোটোটাইপের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে হ্যান্ডসেটটির পিছনের রিয়ার প্যানেলের নিচে সেকেন্ডারি ডিসপ্লে দেখা গেছে। ফাঁস হওয়া ছবিতে সেকেন্ডারি ডিসপ্লেটি ই-ইঙ্ক নয়, আরজিবিতে দেখা গেছে।
তা ছাড়া ছবিতে ফোনটিতে সরু বেজেলসহ কার্ভড গ্লাস প্যানেল দেখা গেছে। এলইডি ফ্ল্যাশসহ ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের ডানপাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখা গেছে। সোনালী এবং কালো রঙে ফোনটি বাজারে আসতে পারে। ডিভাইসটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সমর্থণ করে। 

No comments:

Post a Comment