Saturday, July 22, 2017

HOW TO GET VERIFIED PAYPAL ACCOUNT FROM BANGLADESH


Many people ask us, How To Get Verified Paypal Account From Bangladesh?

This is a common question of Bangladeshi people. But the answer is : Sorry, you can not open PayPal account from Bangladesh. Bangladesh is not even in the country list of PayPal.com

You may see many web page with title: Get Verified Paypal Account From Bangladesh or verify your paypal account etc all of them are to bring visitor at their web site.

To verify a paypal account, you have to submit below information

1. Bank Account Details
2. Debit Card / Crefit Card
3. Mobile Number / Phone Number
4. Utility Bill / Electricity bill with your own name
5. Business Registration Certificate
6. Driving Licence / Photo ID / Passport

But if you submit any of these documents related to Bangladesh, they will suspend your account immediately. 
But there are other options to open a paypal account from bangladesh.
(Comment your mail id to get the full steps)

Friday, July 21, 2017

Linkin Park lead singer, dies of suicide aged 41


Police have confirmed that Chester Bennington, the lead singer of band Linkin Park, has died.
His death at his private residence in Palos Verdes Estates in Los Angeles County at approximately 9am Thursday morning was confirmed by the coroner and is being treated as a suspected suicide.
Bennington, who was 41 years old, joined the group in 1999 and became a household name the year after with the release of the band’s debut album Hybrid Theory, which was nominated for a Grammy award for best rock album. Their second album, Meteora, has sold over 27m units and the band collaborated with Jay-Z for 2004 EP Collision Course.
Bennington also fronted the Stone Temple Pilots from 2013 to 2015 and made small appearances in the films Crank and Saw 3D. When his close friend and fellow musician Chris Cornell, lead singer of the bands Soundgarden and Audioslave, killed himself this past May, Bennington honored him on Twitter and performed at his funeral.
“You have inspired me in many ways you could never have known,” Bennington wrote. “Your talent was pure and unrivaled. Your voice was joy and pain, anger and forgiveness, love and heartache all wrapped up into one. I pray you find peace in the next life. Thank you for allowing me to be a part of your life.”

In past interviews, Bennington has spoken candidly about his struggles with drugs and alcohol. “It’s not cool to be an alcoholic — it’s not cool to go drink and be a dumbass,” he said to Noisecreep in 2009. “It’s cool to be a part of recovery. This is just who I am, this is what I write about, what I do, and most of my work has been a reflection of what I’ve been going through in one way or another.”
He also shared details of an abusive childhood. In a 2011 interview with the Guardian, he said: “When I was young, getting beaten up and pretty much raped was no fun. No one wants that to happen to you and honestly, I don’t remember when it started ... My God, no wonder I became a drug addict. No wonder I just went completely insane for a little while.”
Bennington is survived by six children, Jaime, Isaiah, Draven, Tyler Lee and twins Lily and Lila, and his wife Talinda Ann Bentley.
His Linkin Park bandmate Mike Shinoda tweeted that he was “shocked and heartbroken” at the news while other tributes have arrived from Rihanna, Nikki Sixx, Stormzy (with whom Bennington recently worked), Ohio governor John Kasich and Chance the Rapper.

Sunday, July 16, 2017

Apple 'spaceship' headquarters



Apple on Wednesday announced that workers will start boarding its futuristic new ‘spaceship’ campus in Silicon Valley in April, fulfilling a vision set out by late founder Steve Jobs.
The process of moving more than 12,000 people to a new campus that Jobs envisioned as a ‘center for creativity and collaboration’ was expected to continue late into the year.
A theater on the new Apple Park campus was named in honor of Jobs, who would have turned 62 on February 24.
‘Steve’s vision for Apple stretched far beyond his time with us,’ chief executive Tim Cook said in a release.
‘He intended Apple Park to be the home of innovation for generations to come.’
The 175-acre campus with a ring-shaped main building clad in giant panels of curved glass blends workspaces and parkland, and is powered entirely by renewable energy, according to Cook.
Campus features include a fitness center, foot paths, research labs, a visitors center, and an orchard.
‘We have approached the design, engineering and making of our new campus with the same enthusiasm and design principles that characterize our products,’ said Apple chief design officer Jony Ive.
Apple last month reported a rebound in iPhone sales that lifted the tech giant to record revenue in the past quarter, easing concerns of slowing growth.
Apple said that it sold 78.3 million iPhones -- the most ever in a quarter -- up five per cent from the same prime holiday shopping period the prior year.
The sales made Apple the world's top smartphone vender in the final three months of last year, overtaking Samsung, according to industry tracker strategy analytics.
Apple celebrated its 40th anniversary last year. The Silicon Valley legend sprang out of Steve Jobs' garage to reshape modern life with trend-setting gadgets.
Jobs, the late tech-savvy marketing genius, and Steve Wozniak, who invented the Apple computer, formed what would become the world's largest corporation with eye-popping annual profits.
The two college dropouts created the company that has changed the way people use computers, listen to music, communicate on the go, and made people at home in a world of ‘apps’ tailored for work, play, education, health and more.
Apple's hit products -- the Mac, the iPod, the iPhone and the iPad -- command a cult-like following, long after the company's humble beginning in Jobs' Cupertino, California garage on April 1, 1976.
The new campus is in Cupertino as well, with the Jobs Theater on a hill-top overlooking meadows and the main building.
‘Steve (Jobs) was exhilarated, and inspired, by the California landscape, by its light and its expansiveness,’ his widow Laurene Powell Jobs said in the release.
‘It was his favorite setting for thought. Apple Park captures his spirit uncannily well.’

Wednesday, July 12, 2017

'Despacito' Boosts Puerto Rico's Economy


Just two months ago, Puerto Rico’s governor, Ricardo Rosselló, declared the country bankrupt in order to restructure a $70 billion debt. However, reports reveal that the global smash "Despacito" by Luis Fonsi and Daddy Yankee has aroused the interest of foreign tourists to know the place where the superstars were born.

According to daily Un Nuevo Dia, tourist interest in traveling to Puerto Rico increased 45 percent since the song began to play worldwide. How did this happened? Just including the phrase, "this is how we do it down in Puerto Rico," and filming the music video in amazing locations certainly seems to have helped.

According to the article, tour operators in Puerto Rico have included some of the areas and places that served as the stage for the production of the music video in their tours, such as Club La Factoría in Old San Juan and La Perla sector.

After learning the news, Luis Fonsi reacted on Instagram, writing: "What a joy it is to read this in international media. Puerto Rico is the true protagonist of this song and this video.” He also thanked Yankee, Zuleyka Rivera (Miss Universe 2006) and director Carlos Perez of Elastic People.

সেকেন্ডারি ডিসপ্লেসহ বাজারে আসছে মেইজু প্রো ৭


বাজারে আসছে মেইজুর নতুন স্মার্টফোন। প্রো ৭ নামে নতুন এ ফ্ল্যাগশিপে মিডিয়াটেক হেলিও এক্স২০ চিপসেট থাকবে বলে অনলাইনে গুজব উঠেছে। স্মার্টফোনটি এ বছরের দ্বিতীয়ার্ধে জনসমক্ষে উন্মোচিত হতে পারে।
অনলাইনে ফাঁস হওয়া তথ্যানুসারে মেইজু প্রো ৭
স্মার্টফোনে সেকেন্ডারি ডিসপ্লে থাকবে যা ডুয়াল রিয়ার ক্যামেরা প্যানেলের নিচে থাকবে। সংবাদমাধ্যম গিজমোচায়নার প্রতিবেদনে মেইজু প্রো ৭ স্মার্টফোনের প্রোটোটাইপের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে হ্যান্ডসেটটির পিছনের রিয়ার প্যানেলের নিচে সেকেন্ডারি ডিসপ্লে দেখা গেছে। ফাঁস হওয়া ছবিতে সেকেন্ডারি ডিসপ্লেটি ই-ইঙ্ক নয়, আরজিবিতে দেখা গেছে।
তা ছাড়া ছবিতে ফোনটিতে সরু বেজেলসহ কার্ভড গ্লাস প্যানেল দেখা গেছে। এলইডি ফ্ল্যাশসহ ফোনটিতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের ডানপাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার দেখা গেছে। সোনালী এবং কালো রঙে ফোনটি বাজারে আসতে পারে। ডিভাইসটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট সমর্থণ করে। 

Tuesday, July 11, 2017

বান্দরবানের দর্শনীয় স্থানে যাবেন যেভাবে



ভ্রমণের জন্য অনেকেই পার্বত্য চট্টগ্রামকে পছন্দের তালিকায় রাখেন। রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই ৩টি পার্বত্য জেলা ভ্রমণ যদিও তুলনামূলকভাবে একটু বেশি কঠিন। চট্টগ্রাম থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাহাড়ি শহর বান্দরবান। অবারিত সবুজের পাশাপাশি বান্দরবানে রয়েছে দর্শনীয় অনেক স্পট। 

বান্দরবানের দর্শনীয় স্থানগুলো হচ্ছে নীলগিরি, স্বর্ণমন্দির, মেঘলা, শৈল প্রপাত, নীলাচল, মিলনছড়ি, চিম্বুক, সাঙ্গু নদী, তাজিনডং, কেওক্রাডং, জাদিপাই ঝরনা, বগা লেক, মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স, প্রান্তিক লেক, ঋজুক জলপ্রপাত, নাফাখুম জলপ্রপাত। এগুলোর পাশাপাশি বান্দরবানে রয়েছে কয়েকটি ঝিরি চিংড়ি, পাতাং, রুমানাপাড়া। 

যাতায়াত : ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম তারপর চট্টগ্রাম থেকে সোজা বান্দরবান। বাংলাদেশের অনেক জায়গা থেকে সরাসরি বান্দরবান যাওয়া যায়। ঢাকা থেকে বান্দরবান পর্যন্ত ডাইরেক্ট নন এসি ভাড়া জনপ্রতি ৬২০ টাকা। এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বাস ছাড়ে ফকিরাপুল ও কমলাপুর রেল স্টেশনের বিপরীত কাউন্টার থেকে। 

চট্টগ্রাম থেকে বান্দরবান : বহদ্দারহাট টার্মিনাল থেকে পূরবী এবং পূর্বাণী নামক দুটি ডাইরেক্ট নন এসি বাস আছে। ৩০ মিনিট পরপর বান্দরবানের উদ্দেশে ছেড়ে যায়। ভাড়া জনপ্রতি ১১০ টাকা। 

কোথায় থাকবেন : হোটেল ফোর স্টার : (বান্দরবান সদর), হোটেল থ্রি স্টার (বান্দরবান বাস স্টপেজের পাশে), হোটেল প্লাজা (বান্দরবান সদর), হোটেল গ্রিন হিল (বান্দরবান সদর), হোটেল হিল বার্ড (বান্দরবান সদর), হোটেল পূরবী (বান্দরবান সদর)। 

নীলগিরি 

নীলগিরি পর্যটন কেন্দ্রের উচ্চতা প্রায় ৩ হাজার ফুট। এটি বান্দরবান জেলার থানছি উপজেলায় অবস্থিত। বান্দরবান জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নীলগিরির অবস্থান। এ পর্বতের পাশেই রয়েছে উপজাতি সম্প্রদায় ম্রো পল্লি। যাদের বিচিত্র সংস্কৃতি দেখার মতো। বর্ষা মৌসুমে নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে মেঘ ছোঁয়ার দুর্লভ সুযোগ থাকে। নীলগিরি থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় শুষ্ক মৌসুমে। 

যাতায়াত : পর্যটকদের নীলগিরি যেতে হলে বান্দরবান জেলা সদরের রুমা জিপ স্টেশন থেকে থানছিগামী জিপ অথবা বাসে করে নীলগিরি পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। বান্দরবান জিপ স্টেশন থেকে জিপ, ল্যান্ড রোভার, ল্যান্ড ক্রুজারসহ অন্যান্য হালকা গাড়ি ভাড়ায় পাওয়া যায়। নীলগিরি যাওয়ার পথে সেনা চেকপোস্টে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। বান্দরবান জেলা সদর থেকে সাধারণত বিকেল ৫টার পর নীলগিরির উদ্দেশে কোনো গাড়ি যেতে দেয়া হয় না। নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবান জেলা সদর থেকে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়। এ ছাড়া নীলগিরি পর্যটন কেন্দ্র রাত্রিযাপনের জন্য বান্দরবান সদর সেনা রিজিয়নে বুকিং দেয়া যায়। নীলগিরি পর্যটনে গিয়ে সরাসরিও বুকিং করা যায়। বান্দরবান জেলা সদর থেকে নীলগিরি পর্যটন কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় অধিকাংশ পর্যটক দিনে গিয়ে দিনেই ফিরে আসেন। 

স্বর্ণমন্দির 



বান্দরবানের উপশহর বালাঘাটাস্থ পুলপাড়া নামক স্থানে এর অবস্থান। বান্দরবান জেলা সদর থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার। সুউচ্চ পাহাড়ের চুড়ার তৈরি সুদৃশ্য এ প্যাগোডা। এটি বুদ্ধ ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান । এখানে দেশ বিদেশ থেকে অনেক বুদ্ধ ধর্মাবলম্বী দেখতে এবং প্রার্থনা করতে আসেন। এর অপর নাম মহাসুখ প্রার্থনা পূরক বুদ্ধধাতু চেতী। গৌতম বুদ্ধের সময়কালে নির্মিত বিশ্বের সেরা কয়েকটি বুদ্ধ মূর্তির মধ্যে একটি এখানে রয়েছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প নির্মাণাধীন রয়েছে। মন্দিরটি পূজারিদের জন্য সারাদিন খোলা থাকে। ভিন্ন ধর্মাবলম্বী দর্শনার্থীদের জন্য বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খুলে দেওয়া হয়। প্রবেশ মূল্য জনপ্রতি ১৫ টাকা। 

মেঘলা পর্যটন কেন্দ্র 

বান্দরবান শহরের প্রবেশদ্বার বান্দরবান কেরানীহাট সড়কের পাশেই পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় মেঘলা পর্যটন কমপ্লেক্স অবস্থিত। পাহাড়ের খাদে বাঁধ নির্মাণ করে কৃত্রিম হ্রদের সৃষ্টি করা হয়েছে। বান্দরবান শহর থেকে এর দূরত্ব ৪ কিলোমিটার। পর্যটকদের চিত্তবিনোদনের জন্য এখানে রয়েছে শিশুপার্ক, নৌকা ভ্রমণের সুবিধা, ঝুলন্ত সেতুর মাধ্যমে চলাচলের ব্যবস্থা এবং সাময়িক অবস্থানের জন্য একটি রেস্ট হাউস। 

যাতায়াত : মেঘলায় বেড়াতে আসা পর্যটকদের খাবার ও রাত্রিযাপনের জন্য বান্দরবান শহরে কিছু মাঝারি মানের হোটেল রয়েছে। এছাড়া পর্যটকদের জন্য খাবার ও রাত্রিযাপনের জন্য পাশেই সুব্যবস্থা রয়েছে । মেঘলার পাশেই রয়েছে বান্দরবান পর্যটন মোটেল ও হলিডে ইন নামে দুইটি আধুনিক মানের পর্যটন কমপ্লেক্স। এখানে এসি ও নন এসি রুমসহ রাত্রিযাপন ও উন্নতমানের খাবারের ব্যবস্থা রয়েছে। 

শৈলপ্রপাত 

বান্দরবান রুমা সড়কের ৮ কিলোমিটার দূরে শৈলপ্রপাত অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সৃষ্টি। ঝরনার হিমশীতল পানি এখানে সর্বদা বহমান। এই ঝরনার পানিগুলো খুবই স্বচ্ছ এবং হিমশীতল। বর্ষাকালে এ ঝরনার দৃশ্য দেখা গেলেও ঝরনাতে নামা দুষ্কর, বছরের বেশির ভাগ সময় দেশি-বিদেশি পর্যটকে ভরপুর থাকে। রাস্তার পাশে শৈলপ্রপাতের অবস্থান হওয়ায় এখানে পর্যটকদের ভিড় বেশি দেখা যায়। এ এলাকায় দুর্গম পাহাড়ের কোল ঘেষে আদিবাসী বম সম্প্রদায় বসবাস করে। 

যাতায়াত : বান্দরবান শহর থেকে টেক্সি, চাঁদের গাড়ি কিংবা প্রাইভেট কার ও জিপ ভাড়া করে শৈলপ্রপাতে যাওয়া যায়। শহর থেকে জিপ গাড়িতে ৬০০-৭০০ টাকা এবং চাঁদের গাড়িতে ৪৫০-৫০০ টাকা লাগবে। 

নীলাচল 

বান্দরবান জেলা শহরের নিকটবর্তী পর্যটন কেন্দ্র। এটি জেলা সদরের প্রবেশ মুখ টাইগারপাড়ার নিকট পাশাপাশি অবস্থিত। নীলাচলের পাশাপাশি রয়েছে শুভ্রনীলা নামক আরেকটি পর্যটনস্পট। নীলাচল জেলা প্রশাসন ও শুভ্রনীলা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এ দুটি পর্যটন কেন্দ্র পরিচালিত হয় । এ পর্যটন কেন্দ্রের উচ্চতা প্রায় ১৭০০ ফুট। বান্দরবান জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্র অবস্থিত। এ পাহাড়ের উপর নির্মিত এ দুটি পর্যটন কেন্দ্র থেকে পার্শ্ববর্তী এলাকার দৃশ্য দেখতে খুবই মনোরম। 

যাতায়াত : বান্দরবান শহরের বাস স্টেশন থেকে জিপ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার ভাড়া নিয়ে যেতে হবে অথবা বান্দরবান শহরের সাঙ্গু ব্রিজের কাছে টেক্সি স্টেশন থেকে টেক্সি ভাড়া নিয়ে নীলাচল ও শুভ্রনীলায় যাওয়া যায় । 

মিলনছড়ি 

মিলনছড়ি বান্দরবান শহর থেকে ৩ কিলোমিটার দক্ষিণ পূর্বে শৈলপ্রপাত বা চিম্বুক যাওয়ার পথে পড়ে। এখানে একটি পুলিশ ফাঁড়ি আছে। পাহাড়ের অতি উচ্চতায় রাস্তার ধারে দাঁড়িয়ে পূর্ব প্রান্তে অবারিত সবুজের খেলা এবং সবুজ প্রকৃতির বুক চিরে সর্পিল গতিতে বয়ে গেছে সাঙ্গু নদী। 

চিম্বুক 

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত। চিম্বুক সারা দেশের কাছে পরিচিত নাম। বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২৫০০ ফুট। চিম্বুক যাওয়ার পথে সাঙ্গু নদী চোখে পড়ে। পাহাড়ের মাঝে আঁকাবাঁকা পথ বেয়ে পৌঁছাতে হয় চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড় থেকে দাঁড়িয়ে পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায়। এখান থেকে পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলাকে দেখা যায়। বর্ষা মৌসুমে চিম্বুক পাহাড়ের পাশ দিয়ে ভেসে যাওয়া মেঘ দেখে মনে হয় মেঘের স্বর্গরাজ্য চিম্বুক। মেঘের হালকা হিম ছোঁয়া যেন মেঘ ছোঁয়ার অনুভূতি।চিম্বুক থানছি সড়কের দূর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত হওয়ায় এখানে হোটেল বা রেস্তোরাঁ গড়ে ওঠেনি। জেলা প্রশাসকের তত্ত্বাবধানে একটি রেস্ট হাউস আছে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে রাত্রিযাপনের সুযোগ রয়েছে। চিম্বুকের পাশে সেনাবাহিনীর ক্যান্টিন রয়েছে। এখানে সকালের নাস্তা ও দুপুরে খাবার পাওয়া যায়। এছাড়া খাবারের জন্য বান্দরবান থেকে চিম্বুক যাওয়ার পথে মিলনছড়ি ও শাকুরা নামে ২টি পর্যটন কেন্দ্র রয়েছে। 

যাতায়াত : চিম্বুক যেতে হলে বান্দরবান শহরের রুমা বাস স্টেশন থেকে চাঁদের গাড়ি হিসেবে পরিচিত জিপ, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, পাজেরো এবং বান্দরবান-থানছি পথে যাতায়াতকারী বাস ভাড়া নিতে হবে (স্পেশাল বাস যা দুর্গম পাহাড়ি পথে চলাচল করতে সক্ষম)। চিম্বুক থানছি পথে বিকেল ৪টার পরে কোনো গাড়ি চলাচল করে না বিধায় পর্যটকদের ৪টার মধ্যে ফিরে আসা উচিত। 

সাঙ্গু নদী 

পূর্বের অতিউচ্চ পর্বত শীর্ষ থেকে সাঙ্গু নদী নেমে এসে বান্দরবান শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে। বান্দরবান শহরের পূর্বে পাশে পাহাড়ি ঢালে বয়ে চলা সাঙ্গু নদী পর্যটকের দৃষ্টি আকর্ষণ। 

বগা লেক 

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে বগা লেক। কেওক্রাডংয়ের কোল ঘেষে বান্দারবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে এর অবস্থান। পাহাড়ের উপরে প্রায় ১৫ একর জায়গাজুড়ে বগা লেকের অবস্থান। লেকের পানি দেখতে প্রায় নীল রঙের। লেকটির পাশে বাস করে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র উপজাতীয় বম ও খুমী সম্প্রদায়।রাত্রিযাপনের জন্য বগা লেকে জেলা পরিষদের অর্থায়নে একটি রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। এছাড়া স্থানীয় বম উপজাতি সম্প্রদায় কিছু ঘর ভাড়ায় দিয়ে থাকে । বগা লেকের পাড়েই বসবাসরত বম সম্প্রদায় পর্যটকদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করে থাকে । 

যাতায়াত : শুষ্ক মৌসুমে বান্দরবান জেলা সদরের রুমা জিপ স্টেশন থেকে রুমাগামী জীপে করে রুমা সেনা গ্যারিসন (রুমা ব্রিজ) পর্যন্ত যাওয়া যায়। সেখান থেকে নৌকায় করে ২০ মিনিট পথ পাড়ি দিয়ে রুমা উপজেলা সদরে যেতে হয়। বর্ষাকালে রুমাগামী জিপ কইক্ষ্যংঝিড়ি পর্যন্ত যায় । তারপর ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ১ ঘণ্টার অধিক পথ পাড়ি দিয়ে রুমা সদরে যেতে হয় । রুমা থেকে পায়ে হেটে অথবা জিপে করে বগা লেকে যেতে হয় । বর্ষা মৌসুমে বগা লেক যাওয়া নিতান্তই কষ্টসাধ্য তাই বগালেক ভ্রমণে শীতকালকে বেছে নেওয়া শ্রেয়। 

কেওক্রাডং ও তাজিনডং 

বেসরকারি হিসাবে পর্বতশৃঙ্গ তাজিনডং বাংলাদেশের চতুর্থ। উচ্চতা ১২৮০ মিটার। কেওক্রাডং বাংলাদেশের ৩য় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। উচ্চতা ১২৯০ ফুট। স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিন’শব্দের অর্থ বড় আর ‘ডং’শব্দের অর্থ পাহাড় যা একত্রিত করলে হয় তাজিনডং। এটি বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি পাংশা ইউনিয়নে অবস্থিত। রুমা উপজেলা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্বতের অবস্থান। বর্ষা মৌসুমে তাজিনডং যাতায়াত অত্যন্ত কষ্টকর। শুষ্ক মৌসুমে অনেক পর্যটককে এ্যাডভেঞ্চার হিসেবে পায়ে হেঁটে তাজিনডং যেতে দেখা যায়। 

যাতায়াত : পর্যটকদের তাজিনডং যেতে হলে বান্দরবান জেলা সদর থেকে প্রথম যেতে হবে রুমা উপজেলা সদরে। রুমা উপজেলা যাত্রাপথে রুমা সেনা গ্যারিসনে পর্যটকদের নাম ও ঠিকানা লিপিবদ্ধ করতে হবে। পরবর্তীতে রুমা উপজেলা সদর সেনা ক্যাম্পে আবারও রিপোর্ট করতে হবে। রুমা উপজেলা সদর থেক সাধারণত বিকাল ৪টার পরে বগা লেক, কেওক্রাডং বা তাজিনডংয়ের উদ্দেশে যেতে দেয়া হয় না। যাত্রা যদি হয় বর্ষা মৌসুমে তাহলে বান্দরবান শহরের রুমা জিপ স্টেশন থেকে রুমাগামী চাঁদের গাড়িতে করে কৈক্ষ্যং ঝিরি যেতে হবে। তারপর নৌকায় ১ ঘণ্টার পথ পাড়ি দিয়ে রুমা সদর। যদি শীতের মৌসুম হয় তাহলে জিপে করে রুমা উপজেলা সদরের কাছে বোটঘাটায় পৌঁছে দেবে গাড়ি, সেখান থেকে নৌকায় করে ১৫-২০ মিনিটের নৌকা ভ্রমণ শেষ রুমা উপজেলা সদরে পৌঁছানো যাবে। 

জাদিপাই জলপ্রপাত 

কেওক্রাডং থেকে পায়ে হেঁটে ১ ঘণ্টায় জাদিপাই জলপ্রপাতে পৌঁছানো যায়। কেওক্রাডং থেকে নিচে নামতে হয় যাওয়ার সময়। ফিরে আসার সময় উপরে উঠতে হয় বিধায় সময় ২ ঘণ্টার মতো লাগে। তবে নিচে নামাটাই বিপদজনক। শেষের কিছু অংশ বেশ পিচ্ছিল। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। 

প্রান্তিক লেক 

চট্টগ্রাম-বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত প্রান্তিক লেক বান্দরবান-কেরানীহাট সড়কের হলুদিয়ার নিকটবর্তী স্থানে এটি অবস্থিত। কেরানীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ লেকে পৌঁছানো সম্ভব। জেলা সদর থেকে প্রান্তিক লেকের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার। প্রায় ২ হাজার ৫ শত একর এলাকা নিয়ে প্রান্তিক লেকের অবস্থান। রাত্রিযাপনের জন্য মেঘলা অথবা বান্দরবান শহরে ফিরে যেতে হবে। বান্দরবান শহর থেকে কেরানীহাটগামী বাসে হলুদিয়া নামক স্থানে নেমে টেক্সি বা রিকশা করে ৩ কিলোমিটার যেতে হবে। বান্দরবান শহর থেকে টেক্সি বা ল্যান্ড ত্রুজার রির্জাভ করে নিয়ে যাওয়া যায়। 

ঋজুক জলপ্রপাত 

প্রাকৃতিক পাহাড়ি পানির অবিরাম এ ধারা জেলা সদর হতে ৬৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রুমা উপজেলায় অবস্থিত। নদী পথে রুমা হতে থানচি যাওয়ার পতে সাঙ্গু নদীর পাড়ে ৩০০ ফুট উঁচু থেকে সারা বছরই এ জলপ্রপাতটির রিমঝিম শব্দে পানি পড়ে। রুমা হতে ইঞ্জিনচালিত দেশি নৌকায় সহজেই এ স্থানে যাওয়া যায়। মারমা ভাষায় একে রী স্বং স্বং বলা হয়। রুমা বাজার থেকে নৌকা ভাড়া করে যাওয়া যায়। 

মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স 

বান্দরবান জেলাধীন ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কের ১৬ কিলোমিটার পয়েন্টে মিরিঞ্জা পর্যটন কেন্দ্রটির অবস্থান। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এ স্থানটিতে পর্যটন কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৫০০ ফুট উপরে এটি অবস্থিত। অনুকূল আবহাওয়ায় বঙ্গোপসাগরসহ মহেষখালী দ্বীপ এবং সাগরে চলাচলকারী দেশি-বিদেশি জাহাজ সহজেই দেখা যায় এ স্থান থেকে। প্রায় ১০০০ ফুট গভীর ঝিরি থেকে উৎসারিত জল সিঞ্চনের বিরামহীন কলরব। পাহাড়টির সম্মুখভাগ টাইটানিক জাহাজের আকৃতির মতো হওয়ায় এটি ‘টাইটানিক পাহাড়’হিসেবেও পরিচিত। 

নাফাখুম জলপ্রপাত 

বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি স্থানটি সাঙ্গু নদীর উজানে একটি মারমা বসতি। মারমা ভাষায় ‘ষুম’মানে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘণ্টার হাঁটা পথ পাড়ি দিয়ে যেতে হয় আশ্চর্য সুন্দর সেই জলপ্রপাতে, যার নাম ‘নাফাখুম’। রেমাক্রি খালের পানি প্রবাহ এই নাফাখুমে এসে বাঁক খেয়ে হঠাৎ করেই নেমে গেছে প্রায় ২৫-৩০ ফুট....। প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে চমৎকার এক জলপ্রপাত! সূর্যের আলোয় যেখানে নিত্য খেলা করে বর্ণিল রংধনু! ভরা বর্ষায় রেমাক্রি খালের জলপ্রবাহ নিতান্ত কম নয়। 



যাতায়াত : বান্দরবান শহর থেকে থানচি উপজেলা সদরের দূরত্ব ৮২ কিলোমিটার। রিজার্ভ চাঁদের গাড়িতে বান্দরবান থেকে থানচি যেতে সময় লাগবে ৩ ঘণ্টা। বর্ষায় ইঞ্জিন বোটে থানচি থেকে তিন্দু যেতে সময় লাগবে আড়াই ঘণ্টা। তিন্দু থেকে রেমাক্রি যেতে লাগবে আরো আড়াই ঘণ্টা। এই পাঁচ ঘণ্টার নৌ-পথে আপনি উজান ঠেলে উপরের দিকে উঠতে থাকবেন। শীতের সময় ইঞ্জিন বোট চলার মতো নদীতে যথেষ্ট গভীরতা থাকে না। তখন ঠ্যালা নৌকাই একমাত্র বাহন। থাকা : থাকার জন্য যেতে হবে তিন্দু, রেমাক্রি। মারমাদের বাঁশ-কাঠের বাড়িতে থাকা খাওয়ার ব্যবস্থা করা যাবে। মারমাদের প্রায় প্রতিটি বাড়িতেই খুব অল্প টাকায় এমন থাকা-খাওয়ার সুবিধা রয়েছে।

Monday, July 10, 2017

Ayub Bachchu sells five guitars



Guitarist and founder of popular band LRB Ayub Bachchu has sold five guitars from his personal collection to raise money for an upcoming guitar competition for youths.


Bachchu, a leading guitarist of the country, wrote on his Facebook page on Saturday that he has already sold the guitars.

‘The five guitars are gone. Soon we will have young guitar hero competition. Wait for the next announcement. Good luck everyone,’ he wrote.

Bachchu announced on Friday that he would sell five guitars to raise money for an upcoming guitar competition titled ‘Young Guitar Hero’ for talented guitarists aged between 18 and 26.

Bachchu said he approached many business organisations regarding the upcoming guitar contest but no one showed any interest to sponsor to event. Thus, he decided to sell the guitars to raise money for the guitar contest.

Sunday, July 9, 2017

Samsung Galaxy S8 spec, review, features



Samsung Galaxy S8 smartphone was launched in March 2017. The phone comes with a 5.80-inch touchscreen display with a resolution of 1440 pixels by 2960 pixels at a PPI of 570 pixels per inch. Samsung Galaxy S8 price in India starts from $780

The Samsung Galaxy S8 is powered by 1.9GHz octa-core Samsung Exynos 8895 processor and it comes with 4GB of RAM. The phone packs 64GB of internal storage that can be expanded up to 256GB via a microSD card. As far as the cameras are concerned, the Samsung Galaxy S8 packs a 12-megapixel primary camera on the rear and a 8-megapixel front shooter for selfies.

The Samsung Galaxy S8 runs Android 7.0 and is powered by a 3000mAh non removable battery. It measures 148.90 x 68.10 x 8.00 (height x width x thickness) and weigh 155.00 grams.

The Samsung Galaxy S8 is a single SIM (GSM) . Connectivity options include Wi-Fi, GPS, Bluetooth, NFC, 3G and 4G. Sensors on the phone include Compass Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor and Gyroscope.

About Samsung
Founded back in 1969 as Samsung Electric Industries, Suwon, South Korea-headquartered Samsung Electronics today makes everything from televisions to semiconductors. It released its first Android smartphone in 2009, and can be credited with the launch of the first Android tablet back in 2010. The company is among the biggest players in the smartphone market in the world. It has recently developed smartphones running Tizen OS, as an alternative to its Android-based smartphones.

Saturday, July 8, 2017

India’s Ola To Enter Bangladesh Market





Indian ride-hailing company Ola is planning to enter Bangladesh market as part of an international expansion plan, says a report by NDTV’s Gadgets 360 citing undisclosed sources.

From Gadgets 360:

“The company (Ola), which leads rival Uber in India’s ride-hailing market, has been looking at international markets for a while, and it has identified India’s neighbours Sri Lanka, Nepal, and Bangladesh as the first international countries where it will offer its services, a person familiar with the matter said. Rival Uber already operates in Sri Lanka and Bangladesh.”

Although the report did not disclose any particular timing for the expansion, it says Ola recently began adding support for international phone numbers in its app suggesting the possibility of near future expansion. Teams within the company have also been looking into localization requirements including support for local SMS, currencies, and user interfaces for different markets, says the report.

Ola operates in 110 cities in India and is in a fierce rivalry with Uber India. Uber is available in 29 cities in India and expanding rapidly and operates in over 500 cities globally.

Dhaka’s ride-hailing space getting increasingly competitive. We have seen the recent rise of Pathao and launch of a few other bike-hailing services. Uber launched its operation in Dhaka in early last year and competes with a host of local players like Chalo.

Urvashi Rautela: A Journey from Miss Universe to Bollywood



Urvashi Rautela was born in Kotdwar, a small town in the Pauri Garhwal district of Indian state, Uttarakhand. She is an established Bollywood actor, model and beauty pageant enthusiast having won several crowns and accolades for herself including participating in the 2015 Miss Universe contest. She shot to fame in late 2014 when she appeared in Yo Yo Honey Singh's music video Love Dose, which was followed by minor roles in both Bollywood and South Indian films until 2016, when she appeared as the supporting actress and lead actress in Sanam Re and Great Grand Masti respectively.



Outside of her film industry and modelling work, Urvashi runs a foundation along with her family called the 'Urvashi Rautela Foundation' to help empower the needs and rights of underprivileged people in India. She also actively supports PETA India and 'Save the Girl Child Camp'.


Friday, July 7, 2017

চীন ভারত যুদ্ধে জড়াচ্ছে ?



সিকিম নিয়ে উত্তেজনার জের ধরে পাল্টাপাল্টি সামরিক মহড়া শুরু করেছে চীন ও ভারত। তিব্বত সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করেছে চীন। 

ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো মিটার উচ্চতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া বলছে, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া। অন্যদিকে, বঙ্গোপসাগরে ত্রিপাক্ষিক নৌ মহড়া করে পাল্টা বার্তা দিতে চলেছে নয়াদিল্লি। মহড়ায় ভারত ছাড়াও অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। 



আজ থেকে শুরু এ মহড়া চলবে ১৭ জুলাই পর্যন্ত। সাগরের বুকে ও সমূদ্র তীর দুই জায়গাতেই এ মহড়া অনুষ্ঠিত হবে। সমূদ্র তীরের মহড়া হবে চেন্নাইতে। সম্প্রতি সিকিমে চীনা সেনাদের একটি রাস্তা বানানোকে বাধা দেয়াকে কেন্দ্র করে ভারত-চীন উত্তেজনা চরমে উঠেছে।সিকিম নিয়ে উত্তেজনার জের ধরে পাল্টাপাল্টি সামরিক মহড়া শুরু করেছে চীন ও ভারত। তিব্বত সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করেছে চীন। ভূপৃষ্ঠ থেকে পাঁচ হাজার একশো মিটার উচ্চতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া বলছে, এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া। অন্যদিকে, বঙ্গোপসাগরে ত্রিপাক্ষিক নৌ মহড়া করে পাল্টা বার্তা দিতে চলেছে নয়াদিল্লি। মহড়ায় ভারত ছাড়াও অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও জাপান। আজ থেকে শুরু এ মহড়া চলবে ১৭ জুলাই পর্যন্ত। সাগরের বুকে ও সমূদ্র তীর দুই জায়গাতেই এ মহড়া অনুষ্ঠিত হবে। সমূদ্র তীরের মহড়া হবে চেন্নাইতে। সম্প্রতি সিকিমে চীনা সেনাদের একটি রাস্তা বানানোকে বাধা দেয়াকে কেন্দ্র করে ভারত-চীন উত্তেজনা চরমে উঠেছে।

who'd win in a dogfight between Russia's and the US's top fighter jets


Russia's air force recently grabbed the international spotlight with its bombing campaign in support of Syria's Bashar Assad. But how does it stack up against the world's greatest air force?

During Russia's stint in Syria, four of their latest and greatest Su-35 Flanker jets flew sorties just miles from the only operational fifth-generation fighter jet in the world, the US's F-22 Raptor.

Given the fundamental differences between these two top-tier fighter jets, we take a look at the technical specifications and find out which fighter would win in a head-to-head matchup.

F-22 specs (USA)

Max Speed: 1,726 mph
Max Range: 1,840 miles
Dimensions: Wingspan: 44.5 ft; Length: 62 ft; Height: 16.7 ft 
Max Takeoff Weight: 83,500 lb 
Engines: Two F119-PW-100 turbofan engines with two-dimensional thrust-vectoring nozzles
Armament: One M61A2 20-mm cannon with 480 rounds, internal side weapon bay carriage of two AIM-9 infrared (heat seeking) air-to-air missiles, and internal main weapon bay carriage of six AIM-120 radar-guided air-to-air missiles (air-to-air load out) or two 1,000-pound GBU-32 JDAMs and two AIM-120 radar-guided air-to-air missiles (air-to-ground loadout).

Su-35 specs (Russia)



Max Speed: 1,490 mph
Max Range: 1,940 miles
Dimensions: Wingspan: 50.2 ft; Length 72.9 ft; Height 19.4 ft
Max takeoff weight: 76,060 lb
Engines: Two Saturn 117S with TVC nozzle turbofan, 31,900 lbf/14,500 kgf each
Armament: One 30mm GSh-30 internal cannon with 150 rounds, 12 wing and fuselage stations for up to 8,000 kg (17,630 lb) of ordnance, including air-to-air missiles, air-to-surface missiles, rockets, and bombs.

Both Russia and the US classify their most up-to-date electronic-warfare capabilities, but it should be assumed that they are both state of the art and nearly equal in efficacy.

So the F-22 and the Su-35 prove to be two planes of significantly different talents. The Su-35 carries more missiles, can fly farther, and is significantly cheaper. The Su-35 is a reworking of earlier Sukhoi models that are proven to be effective in traditional dogfighting.

But the F-22 wants no part in traditional dogfighting. Battles that occur when the two planes are within visual range of each other seem to favor the Russian jet, but importantly, battles begin beyond visible range.

A single Su-35 simply stands little chance against a similar number of F-22s because the US jets employ far superior stealth technology.

F-22 pilots need not worry about out-turning or out-foxing the agile Su-35, as they could find and target the aircraft from much farther away and end the dogfight before it really starts.

Additionally, the US Air Force trains F-22 pilots to some of the highest standards in the world.









CES 2017: Nokia Android phone spurns the West




The first Nokia-branded smartphone is to be released exclusively in China. The device will be marketed in partnership with the local internet retail giant JD.com. The team behind the Nokia 6 phone said it believed the handset’s ‘premium design’ would appeal to the local market. The announcement coincided with the final day of the CES tech show in Las Vegas, where other new mobile phones and gadgets have been launched. 

Nokia no longer manufactures phones that carry its name but has instead licensed its brand to another Finnish company, HMD Global. Until now, the only phones that had been released under the deal had been more basic ‘feature phone’ models. The Android device had been highly anticipated and marks Nokia’s return to the smartphone market after a series of Windows Phone models. Microsoft briefly used the brand for about a year after buying Nokia’s mobile devices unit in 2014. Nokia once dominated the mobile phone market but struggled after the launch of the iPhone a decade ago, and the subsequent release of Google’s Android operating system. 



HMD Global had previously indicated it would release several Nokia-branded Android phones in 2017. It is expected to provide details of at least some of the other launches at another trade show - Barcelona’s Mobile World Congress - in February. ‘The decision by HMD to launch its first Android smartphone into China is a reflection of the desire to meet the real world needs of consumers in different markets around the world,’ the firm said in a statement. ‘With over 552 million smartphone users in China in 2016, a figure that is predicted to grow to more than 593 million users by 2017, 

it is a strategically important market where premium design and quality is highly valued by consumers.’ The Nokia 6 phone runs Android 7.0 - the latest version, also known as Nougat - and features— a 5.5in 1080p ‘full high definition’ screen; 16 megapixel rear camera; four gigabyte of RAM memory and 64GB of storage’; and  two amplifiers supported by Dolby Atmos audio processing, which HMD says creates audio that ‘seems to flow all around users’. The specifications are mid-range, and so is the price: 1,699 yuan ($245; £200). That makes it slightly more expensive than Huawei’s Honor 6X but cheaper than Xiaomi’s Mi 5s.

This Model Is Making Waves in the Fashion Industry with Her Amazingly Dark Skin




Imagine being asked by an Uber driver if you’d bleach your skin for $10,000. How do you even respond to that question? Luckily stunning model Nyakim Gatwech isn’t easily phased. Writing about the shocking incident on Instagram she posted: “I couldn’t even respond I started laughing so hard. Why on earth would I ever bleach this beautiful melanin God blessed me with?”


Nyakim is a burgeoning 24-year-old South Sudanese model who is set to take over the world, both with her beauty and her admirable attitude towards the brutal fashion industry. The young lady, who has gone viral for her sumptuously dark skin, is not only an advocate for diversity in the business, but also a voice for black rights around the world. Join us in standing back and admiring, as she continues time and time again to show the world that all colours are beautiful.



পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি ভাইরাস



এবোলা ভাইরাসের কথা শুনে আপনার মনে আতঙ্ক তৈরি হতে পারে। তবে এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভাইরাস নয়। এমনকি এইচআইভি-ও নয়। তাহলে সবচাইতে বিপদজনক ভাইরাস কোনটি? পড়ুন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি ভাইরাসের কথা, লেখাটি পরিবেশন করা হলো ডয়েচ ভেলের সৌজন্যে।

১. মারবুর্গ ভাইরাস
পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভাইরাসের নাম মারবুর্গ ভাইরাস। জার্মানির লান নদীর পাশের শহর মারবুর্গের নামে ভাইরাসটির নামকরণ হলেও এই শহরের সঙ্গে সেটির আসলে কোনো সম্পর্ক নেই। ‘হেমোরেজিক’ জ্বর সৃষ্টিকারী এই ভাইরাসের লক্ষণ অনেকটা এবোলার মতোই, তবে এতে আক্রান্তের মৃত্যুর আশঙ্কা ৯০ শতাংশ।

২. এবোলা
এবোলা ভাইরাসের পাঁচটি ধরন রয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশ এবং অঞ্চলের নামে এগুলোর নামকরণ করা হয়েছে: জাইরি, সুদান, তাই ফরেস্ট, বুন্ডিবিগিয়ো এবং রোস্টান। বর্তমানে গিনিয়া, সিয়েরা লিওন এবং লাইবেরিয়াসহ বিভিন্ন দেশে মহামারী ছড়াচ্ছে। আর এটিই এবোলার সবচেয়ে মারাত্মক সংস্করণ, যাতে মৃত্যুর শঙ্কা ৯০ শতাংশ।

৩. হেন্টাভাইরাস
হেন্টাভাইরাস বলতে অনেক ধরনের ভাইরাসকে বোঝানো যায়। ধারণা করা হয় ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধের সময় হেন্টা নদীর তীরে অবস্থানকালে মার্কিন সেনারা এই ভাইরাসে আক্রান্ত হন। এতে আক্রান্তের লক্ষণগুলোর মধ্যে রয়েছে ফুসফুসে প্রদাহ, জ্বর এবং কিডনি অকেজো হয়ে যাওয়া।

৪. বার্ড ফ্লু
বার্ড ফ্লু ভাইরাসের বিভিন্ন সংস্করণ নিয়মিতই আতঙ্ক তৈরি করছে। এটা যৌক্তিকও কেননা এই ভাইরাসে মৃত্যুর হার সত্তর শতাংশ। তবে এতে সংক্রমণ সহজ নয়। শুধুমাত্র হাস-মুরগির সংস্পর্শে গেলে এতে সংক্রমণের আশঙ্কা রয়েছে। এশিয়াতে এই ভাইরাস সংক্রমণের হার বেশি। কারণ সে অঞ্চলের অনেক মানুষ মুরগির খুব কাছে বসবাস করেন।

৫. লাসা ভাইরাস
নাইজেরিয়ার একজন সেবিকা প্রথম লাসা ভাইরাসে আক্রান্ত হন৷। ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। তবে ভাইরাসটি নির্দিষ্ট অঞ্চলে ছড়ায়। পশ্চিম আফ্রিকায় এই ভাইরাস ছড়ানোর প্রবনতা বেশি। বিজ্ঞানীরা ধারণা করছেন, সেখানকার ১৫ শতাংশ ইঁদুর লাসা ভাইরাস বহন করছে।

৬. জুনিন
আর্জেন্টিনার ‘হেমোরেজিক’ জ্বরের সঙ্গে সম্পৃক্ত জুনিন ভাইরাস। সমস্যা হচ্ছে এটির লক্ষণ আরো অনেক রোগের লক্ষণের মতো হওয়ায় শুরুতেই এটি সনাক্ত করা সম্ভব হয় না।

৭.ক্রিমিয়া-কংগো জ্বরের ভাইরাস
ক্রিমিয়া-কংগো জ্বরের ভাইরাস ‘টিক’ পতঙ্গের মাধ্যমে ছড়ায়৷ এটির লক্ষণ অনেকটা এবোলা এবং মারবুর্গ ভাইরাসের মতোই।

৮. মাচুপো ভাইরাস
বলিভিয়ার ‘হেমোরহেজিক’ জ্বরের সঙ্গে সম্পৃক্ত মাচুপো ভাইরাস। এটি ‘ব্লাক টাইপুস’ হিসেবেও পরিচিত। এই ভাইরাসে আক্রান্ত হলে মাত্রাতিরিক্ত জ্বর হয়, সঙ্গে শুরু হয় মারাত্মক রক্তপাত। জুনিন ভাইরাসের মতো এটির বৃদ্ধি ঘটে৷ মানুষ থেকে মানুষের দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।

৯. কিয়াসানুর ফরেস্ট ভাইরাস
ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী বনভূমিতে প্রথম ‘কিয়াসানুর ফরেস্ট ভাইরাস’ বা কেএফডি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। সেটা ১৯৫৫ সালের কথা। এই ভাইরাস টিকের মাধ্যমে সংক্রমিত হয়। তবে ঠিক কারা এটা বহন করে তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হয় ইঁদুর, পাখি এবং বন্য শুকর কেএফডি ভাইরাস বহন করে থাকতে পারে।

১০. ডেঙ্গু
ডেঙ্গু জ্বর এক নিয়মিত হুমকি। তাই আপনি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ছুটি কাটানোর পরিকল্পনা করলে, ডেঙ্গু সম্পর্কে আগে খোঁজ নিয়ে নিন। মশা বাহিত এই ভাইরাসে প্রতি বছর পর্যটনের জন্য বিখ্যাত থাইল্যান্ড এবং ভারতের মতো দেশে সবমিলিয়ে ৫০ থেকে ১০০ মিলিয়ন মানুষ আক্রান্ত হন। তবে পর্যটকদের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য এই ভাইরাস বড় হুমকি।

Thursday, July 6, 2017

Who is wonder woman? Know about her



Gal Gadot is an Israeli actress, singer, martial artist, and model. She was born in Rosh Ha'ayin, Israel, to a Jewish family (from Poland, Austria, Germany, and Czechoslovakia). Her parents are Irit, a teacher, and Michael, an engineer. She served in the IDF for two years, and won the Miss Israel title in 2004.



Gal began modeling in the late 2000s, and made her film debut in the fourth film of the Fast and Furious franchise, Fast & Furious (2009), as Gisele. Her role was expanded in the sequels Fast Five (2011) and Fast & Furious 6 (2013), in which her character was romantically linked to Han Seoul-Oh (Sung Kang). In the films, Gal performed her own stunts. She also appeared in the 2010 films Date Night (2010) and Knight and Day (2010).



In early December 2013, Gal was cast as Wonder Woman in the superhero team-up film Batman v Superman: Dawn of Justice (2016), and filming began in 2014 for a March 2016 release. Gadot received swordsmanship, Kung Fu kickboxing, Capoeira and Brazilian Jiu-Jitsu training in preparation for the role. As a result, her performance as the superhero, which is the first time for the character on film, was hailed as one of the best parts of the otherwise poorly-received film. The film is part of the DC Extended Universe, and Gadot plays the role again in the solo film Wonder Woman (2017), which was received very positively, and superhero team-up Justice League (2017).



Gal is a motorcycle enthusiast, and owns a black 2006 Ducati Monster-S2R. She has been married to Israeli businessman Yaron Versano since September 28, 2008. They have two daughters.