Monday, February 27, 2017

Nokia 3310 is back with Android



Nokia unveiled a re-incarnated version of their iconic Nokia 3310 feature phone along with a slew of Android powered smartphones during their MWC 2017 event.
While the Nokia 3, Nokia 5 and Nokia 6 are the big ticket items aimed at the general public, it was the Nokia 3310 that was undoubtedly the star of the show and grabbed everyone's attention. An oddity, a relic of a bygone era, the Nokia 3310 is a feature phone that dares to stand tall amongst today's infinitely complex smartphones.
A feature phone in 2017 might seem like a ludicrous idea to some. But when you think about it, the mind-blowing battery life, tank like build quality and the affordable price point makes a feature phone such as the Nokia 3310 an excellent option for a secondary phone and even as a primary device for those who are sick of the ultra connected world we live in.
The original Nokia 3310 was a legend. There are instance of people still using the Nokia 3310 17 years after they bought it in the year 2000 without any problem. Can you imagine a smartphone of toady's time lasting even remotely close to that long?
Thus, it is pretty clear that the re-incarnation of the Nokia 3310 has a lot to live up-to. Does it carry forward the legacy of its predecessor? What all has changed? Let's find out!

  • Unlike the original phone, which came with a 84x84 black and white display, the new Nokia 3310 has a 2.4-inch screen color screen with a polarised layer on top which helps increase readability under direct sunlight.
  • The new Nokia 3310 runs on the S30+ operating system which is far more advanced than the one found on the original. The UI has been styled to honour the old 3310's interface.
  • While the re-incarnated 3310 does come with Snake, it is not the original Snake game we know and love to bits, but an updated version made by Gameloft. While we cannot judge the game without trying it out first, it surely is extremely different to the black and white original.
  • Nokia 3310 2.0 comes with a design which while honouring the original, is much slimmer and lighter. It also comes in a bevy of colourful shades such as red, yellow, blue and grey. The former two colors have a glossy finish while the latter two have a matte finish. While the smartphone looks smart and retro-chic in Blue and Grey, the other two colors are too loud and make the device look a little like a children's toy.
  • The new Nokia 3310 has been equipped with a 2MP camera, microSD card slot, music playback support and the Opera web browser in order to bring it up to the times.
  • The 2017 Nokia 3310's battery life is 10 times more than the original. The removable 1200mAh battery offers 22 hours of talktime and a colossal 30 days of standby time. Also, unlike the proprietary port on the original 3310, the new version comes with a convenient microUSB port for charging.
  • Lastly, while the new avatar of the 3310 has been priced at 49 Euros (around Rs 3500), the old one was a fair bit pricier (Rs 5,800) as mobile phones were at a very nascent stage at the time of its launch.

Saturday, February 25, 2017

Mr. Bean's Daughter: Expectation vs. Reality


GENETICS are a fickle thing. Who would have thought that the daughter of Rowan Atkinson, a.k.a Mr Bean, could be such a stunning human being?
Not us.
Despite following in her father’s footsteps in front of the camera, the 19-year-old clearly takes after her mother Sunetra Sastry in the looks department.
The striking brunette raised eyebrows back in 2011 when she hit the red carpet with her parents at the London premiere of Johnny English Reborn.
Then just 16 years old, she rocked a short shift dress and hot leopard print boots, posing super-confidently for the cameras.

Even back then, she was no stranger to the spotlight. In 2004, she appeared in family film Tooth and in 2007 popped up alongside her dad in Mr Bean’s Holiday.

Friday, February 24, 2017

আমেরিকার প্রেসিডেন্টের অত্যাধুনিক এরোপ্লেনের গল্প (ফ্লায়িং হোয়াইট হাউজ)



একজন মানুষ যত বেশি ক্ষমতাধর হয়ে ওঠে, তার জীবনের নিরাপত্তাও আপনাআপনিই অধিক শঙ্কার মুখে পড়তে থাকে। একই কথা বলা যায় একটি রাষ্ট্রের বেলাতেও। তাই তো বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে অত্যাধিক কড়াকড়ি। তাহলে একবার ভাবুন তো, আমেরিকার প্রেসিডেন্টকে কতটা ঝুঁকি মাথায় নিয়ে সবসময় চলতে হয়?
ধরুন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথাও প্লেনে করে যাচ্ছেন। আমেরিকার কোনো শত্রু ওবামাকে শেষ করে দিতে তাকে বহনকারী প্লেনের দিকে একটি বিমানবিধ্বংসী ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করলো। ব্যস, সব শেষ! কিন্তু একটি দেশের রাষ্ট্রপতির জীবনের জন্য হুমকি হয়ে ওঠা কি এতই সহজ? সেটা যদি আবার আমেরিকার মতো কোনো অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ দেশ হয় তাহলে তো কথাই নেই। আজ তাই আমরা গল্প করবো বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টকে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নেয়া এরোপ্লেন সম্পর্কেই।
‘এয়ার ফোর্স ওয়ান’ হলো আমেরিকার প্রেসিডেন্টের চলাচলের জন্য ব্যবহৃত এয়ারক্রাফট। কোনো নির্দিষ্ট প্লেনকে এ নাম দেয়া হয় না। আমেরিকান এয়ার ফোর্সের যে প্লেনই সেই দেশের প্রেসিডেন্টকে বহন করবে, সেটিই তখন ‘এয়ার ফোর্স ওয়ান’ খেতাবধারী হবে। মূলত অন্যান্য প্লেন থেকে এ প্লেনটি যে আলাদা এটি বোঝাতেই এ কাজটি করা হয়।
বর্তমান সময়ে দুটি প্লেন রয়েছে যেগুলো এ ‘এয়ার ফোর্স ওয়ান’ খেতাবধারী। দুটোই বোয়িং 747-200B জেট। প্লেনদুটোর ডেজিগনেশন হলো VC-25A এবং তাদের টেইল নাম্বার SAM-28,000 ও SAM-29,000। আমেরিকার প্রেসিডেন্টের বিশেষ প্লেনের ভেতরে ঢোকার আগে চলুন তার প্লেনের গঠন সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।
• প্রতিটি প্লেনই ৬৪ ফুট উঁচু।
• কেবিন স্পেস ৪০০০ স্কয়ার ফুট করে।
• প্রত্যেক প্লেনে জেনারেল ইলেকট্রিকের CF6-80C2B1 মডেলের জেট ইঞ্জিন ব্যবহার করা হয়।
• প্রতিটি প্লেনের ওজন প্রায় ৮,৩৩,০০০ পাউন্ড।
• ঘন্টায় ৬৩০-৭০০ মাইল বেগে উড়ে যেতে পারে এরা।
• সর্বোচ্চ ৪৫,১০০ ফুট উঁচু দিয়ে সক্ষম প্লেনগুলো।
• ফুয়েল ট্যাঙ্ক ভর্তি থাকলে এরা অর্ধেক পৃথিবী একবারে ঘুরে আসতে সক্ষম।
কেবল এসব বৈশিষ্ট্য থাকলে অবশ্য এয়ার ফোর্স ওয়ানকে নিয়ে লিখতে বসতাম না। কারণ এর আসল বৈশিষ্ট্যের এখনো কিছুই বলিনি। এয়ার ফোর্স ওয়ানের মূল আকর্ষণ লুকিয়ে আছে এর ভেতরে প্রতিটি অংশজুড়ে।
এ কথা সত্য যে, এয়ার ফোর্স ওয়ান কোনোদিনই তার পুরো অবকাঠামোর তথ্য বিশ্বের জনগণের কাছে উন্মুক্ত করে দিবে না। নিজস্ব নিরাপত্তার কথা চিন্তা করলে এটা কেউই করবে না। এমনকি সেখানে যেসব রাজনীতিবিদ আর সাংবাদিকরা বিভিন্ন কাজে যান তারাও পুরো প্লেন ঘুরে দেখার অনুমতি পান না! তাই এখন পর্যন্ত যেসব তথ্য জানা গেছে তা বিভিন্ন সময়ে পাওয়া অফিসিয়াল-আনঅফিসিয়াল তথ্যের সম্মিলিত রুপ মাত্র।
অন্তর্জাল ঘেঁটে পাওয়া গুচ্ছ গুচ্ছ তথ্যগুলোকে একত্রিত করেই সাজানো হয়েছে এ লেখাটি। তাহলে আর দেরি কেন? চলুন একবার ঘুরে আসা যাক প্রেসিডেন্ট বারাক ওবামা আর জর্জ ডব্লিউ বুশের মতো লোকদের ব্যবহার করা এরোপ্লেনের ভেতর থেকেই।

  • সাধারণ জাম্বো জেটগুলোতে সাধারণত ৪০০ এর মতো যাত্রী থাকে, সেই সাথে থাকে অনেকজন ক্রু। কিন্তু এয়ার ফোর্স ওয়ানের একটি প্লেনে সর্বোচ্চ ৭০ জন যাত্রী থাকতে পারবে। আর সাথে থাকবে ২৬ জন ক্রু।
  • জটিল কমিউনিকেশন ও ডিফেন্স সিস্টেমের জন্য এর ওয়্যারিংয়ের পরিমাণ সাধারণ জাম্বো জেটের তুলনায় দ্বিগুণ- প্রায় ২৩৮ মাইল! পারমাণবিক বোমের বিষ্ফোরণেও যাতে কোনো ক্ষতি না হয় এমনভাবেই সুরক্ষিত এর ওয়্যারিং সিস্টেম
  • অবধারিতভাবেই প্লেনটির রয়েছে নিজস্ব চিকিৎসা সুবিধা। নিজস্ব বিশাল ফার্মেসি, ইমার্জেন্সি রুমের যন্ত্রপাতি আর ভাঁজ করা যায় এমন অপারেশন টেবিল নিয়েই পাখির মতো আকাশের বুকে উড়ে বেড়ায় প্লেনটি। প্রেসিডেন্ট যেখানেই যান, সেখানেই তার সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল।
  • পুরো এয়ারক্রাফটটি ৩টি লেভেলে ভাগ করা হয়েছে। একেবারে উপরের লেভেলে আছে জটিল জটিল সব ইলেকট্রনিক যন্ত্রপাতি। কমিউনিকেশন সেন্টারও আছে এখানেই যেখানে আছে ৮৭টি টেলিফোন, ফ্যাক্স, ডজনখানেক রেডিও ও কম্পিউটার। সেই সাথে আছে ১৯টি টিভি। মাঝের লেভেলটি যাত্রীদের জন্য। সেখানে আছে গ্যালি, মেডিকেল সেন্টার ও প্রেসিডেন্টের নিজস্ব বাসস্থান। সেখানে রয়েছে বেডরুম, বাথরুম, ব্যায়ামাগার ও অফিস। আমেরিকার প্রেসিডেন্টদের এমনও বলতে শোনা গেছে যে, তারা নাকি ভূপৃষ্ঠের চেয়ে এয়ার ফোর্স ওয়ানে চড়েই বেশি প্রাইভেসি খুঁজে পান! নিচের লেভেলটি রাখা কার্গো স্পেসের জন্য। সেখানে আছে অনেকগুলো ফ্রিজ, যেখানে ২০০০ বেলার অধিক (সকাল, দুপুর, বিকাল মানে তিন বেলা) খাবার সংরক্ষিত থাকে।
  • প্লেনের ক্রুদের সবাই বিশেষভাবে পরীক্ষিত সামরিক বাহিনীর সদস্য যাদের সবার অতীতের রেকর্ড দৃষ্টান্তমূলক। যখন কোনো খাবার কেনার দরকার পড়ে, তখন তারা সাধারণ বেশে বিভিন্ন মার্কেটে ঘুরে পছন্দমতো খাবার কিনেন যাতে নির্দিষ্ট কোনো খাবারে শত্রুপক্ষের কেউ বিষ মেশাতে না পারে।
  • প্লেনদুটির সামনে এবং পেছনে নিজেদেরই গুটিয়ে নেয়ার মতো সিঁড়ি আছে যাতে স্থানীয় এয়ারপোর্টের জন্য অপেক্ষা করা না লাগে।
  • ফুয়েল ট্যাংক আর ইঞ্জিনগুলো প্লেনটির সবচেয়ে বেশি স্পর্শকাতর স্থান। এখানে চারটি ইঞ্জিন আছে। আর ফুয়েল ট্যাংকগুলো ২,০০,০০০ লিটার ফুয়েল ধারণে সক্ষম। এগুলোকে তাই ইনফ্রারেড ইউনিট দিয়ে সজ্জিত করা আছে যাতে তারা কোনো বুলেট অথবা মিসাইলকে দূর থেকেই শনাক্ত করতে পারে। সেই সাথে পাখার নিচে আছে ফ্লেয়ার যা শত্রুপক্ষের মিসাইলের গতিপথ পরিবর্তন করে দিতে সক্ষম।
  • ছাদের ঠিক নিচেই আছে ইলেকট্রনিক কাউন্টারমিজার ডিফেন্স সিস্টেম যা শত্রুপক্ষের রাডারও জ্যাম করে দিতে সক্ষম

  • পাখার নিচে থাকা মিরর-বল ডিফেন্স টেকনোলজি মিসাইলের ইনফ্রারেড গাইডেন্স সিস্টেমেও তালগোল পাকিয়ে দিতে সক্ষম।

  • প্লেনটির অন্যতম বড় সুবিধা হলো আকাশে থাকা অবস্থায় যদি কোনো কারণে জ্বালানী ফুরিয়ে আসে তবে আকাশেই সেটি রিফুয়েলিং করিয়ে নিতে সক্ষম।
  • প্রেসিডেন্টের জীবন বাঁচাতে সিক্রেট সার্ভিস এজেন্টরা সবসময় প্রেসিডেন্টের স্যুটের কাছাকাছিই লুকিয়ে থাকেন।
  • প্লেনের ‘Situation Room’ এ প্লাজমা টিভির সাহায্যে পরিচালনা করা হয় বিভিন্ন টেলিকনফারেন্স।
  • প্লেনের ৮৭টি টেলিফোন কিন্তু দু’ধরণের। বাদামী রঙের টেলিফোনগুলো সিকিউর লাইনের। অন্যদিকে সাদা রঙের টেলিফোনগুলো আনক্লাসিফাইড।
এতক্ষণ ধরে যে প্লেনের কথা বলে গেলাম, তাকে কিন্তু Flying White House-ও বলে। আর বলা হবেই না বা কেন? সে তো যেন আস্ত হোয়াইট হাউজকেই বুকে নিয়ে উড়ে বেড়ায় সগর্বে।




India to get new air defence missile


Enhancing India’s air-defence capability, Prime minister Narendra Modi-led government has given its go-ahead to Rs 17,000 crore deal for jointly developing with Israel a medium-range surface-to-air missile (MR-SAM) for the army.
According to sources, the air defence system will be jointly developed by the DRDO and Israeli Aircraft Industry to plug gaps in air defence, as the medium range surface to air missile can shoot down enemy aircraft, drones, surveillance aircraft and AWACS planes at the strike range between 50 km to 70 km in the sky.
Missile deal project was given approval two days back on Wednesday by PM Modi chaired Cabinet committee on security.
The approval for the deal comes ahead of a possible visit of Prime Minister Narendra Modi to Israel later this year. 2017 marks the 25th anniversary of the establishment of diplomatic ties between the two countries.
During his visit to New Delhi in November last, Israeli President Reuven Rivlin had said both countries sides had decided to "broadbase" their already close defence partnership. And the development came at the time, as last week, a division of Isareli defence ministry maintained that the Jewish nation has planned to relax its regulations on export of arms and defence equipment.
Officials claim that the MR-SAM, a land-based version of the long-range surface-to-air missile (LRSAM) for the navy, will envisage 40 firing units and around 200 missiles.
India is Israel's largest buyer of military hardware and the latter has been supplying various weapons systems, missiles and unmanned aerial vehicles over the last few years but the transactions have largely remained behind the curtains.



Nokia C1 launches in India, soon will be in Bangladesh

Nokia has made it very clear by releasing a press statement that it can return to smartphones only in 2016. CEO Rajeev Suri has also confirmed that Nokia will be back to smartphones once the agreement with Microsoft is over in Q4 2016. We even broke the exclusive news that It will be Foxconn again that may get honors to launch first Nokia-branded smartphones next year. Nokia’s recent job listing have made it clear that Nokia plans to even handle marketing of its upcoming smartphones apart from designing and prototyping.


First things first!! We can’t verify the authenticity of these images as this will be the first time we have received any tip from the tipster. Also it is not that difficult to create such images if one has some skill. So, above render claims to be of upcoming Nokia Android smartphone Nokia C1, a name we have heard in rumors many times. The interesting thing about these new renders is however the claim that emerges about it coming in two variants: Android and Windows 10 Mobile. That’s where it becomes more doubtful!! 



Nokia will take Android route that’s we have heard, as it allows them to use the Z Launcher as the OS UI Layer. While the Render does have Android variant with Z Launcher UI, it looks like a nice concept than a real deal. So enjoy the render and tell us whether you like it or not.

In India the price of this smart phone is Rs. 12999 and soon it will be available in Bangladesh.

Thursday, February 23, 2017

How to Get a Six Pack in a Month


1. Find your body fat percentage. 
In general, you can begin to see a six-pack when your body fat percentage drops down to 13% (for guys) and 17% (for gals). Of course there are always exceptions to the rule. For most people, to get a six-pack (and be able to see it) you’ll need to reduce your body fat percentage. There are several ways to determine your body composition--the easiest is to use your gym’s body analyzer equipment. Click here for more ways to figure out your body composition.
  • Example: Let’s say that you are man who weighs 76 kg and has a body fat percent of 18%. Your target percentage is 12%. You must therefore lost 6%. To calculate how much weight you need to lose, use this equation. (Fat % to lose) x (original weight) = how much weight you need to lose. For our example man, his equation would be (0.06%) x (76 kg) = 4.56 kg to lose.



2. Perform ab-specific exercises. 
Perform your ab exercises five days a week. Each exercise should be three or four sets long, with as many reps as you can possibly do in each set. If your repetition count for each set is over 30, add additional weight, such as a medicine ball, to make each exercise more challenging and your rep range is decreased. You should perform:

3. Perform high intensity interval training (HIIT). 
HIIT includes all of your cardiovascular training. While most people think that you can get a six-pack by doing a whole lot of crunches, you actually have to lose a good deal of body fat to be able to achieve that dreamed-of six-pack. That’s where the HIIT comes in. Running, cycling, and swimming are all great ways to work up a sweat. An example HIIT session is:
  • Ten 100m sprints paired with 100 m walks. This means you would sprint 100 m and then walk quickly back to where you started. You would repeat this process 10 times and the session would last about 30 minutes.The goal is to keep your heart rate up for 30 minutes straight. You would do this five times a week and pair it with your ab training.


4. Create a workout plan and stick to it. 
You should try to do your cardiovascular workout in the morning and your ab workout in the afternoon or evening. Once you have figured out what works best for you, pair it with a great diet and stick to it for the duration of the month.
Eat balanced meals. 
























Eat six small meals a day





















Drink lots of water




























Nokia 6 Android Smart Phone Review, Spec, price

Nokia 6 smartphone was launched in January 2017. The phone comes with a 5.50-inch touchscreen display with a resolution of 1080 pixels by 1920 pixels at a PPI of 403 pixels per inch. 

The Nokia 6 is powered by 1.1GHz octa-core Qualcomm Snapdragon 430 processor processor and it comes with 4GB of RAM. The phone packs 64GB of internal storage that can be expanded up to 128GB via a microSD card. As far as the cameras are concerned, the Nokia 6 packs a 16-megapixel primary camera on the rear and a 8-megapixel front shooter for selfies.

The Nokia 6 runs Android 7.0 and is powered by a 3000mAh non removable battery. It measures 154.00 x 75.80 x 7.85 (height x width x thickness) and weigh 167.00 grams. The Nokia 6 is a dual SIM (GSM + CDMA and GSM + CDMA) . Connectivity options include Wi-Fi, GPS, Bluetooth, USB OTG, FM, 3G and 4G (with support for Band 40 used by some LTE networks in India). Sensors on the phone include Compass Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor and Gyroscope.
Price: $ 312

Wednesday, February 22, 2017

New Nokia 8 Android smartphone

Nokia is at it again and this time it is the new Nokia 8 that has shown its face along with specifications on a Chinese e-commerce website.
After the success of Nokia D6, HMD Global now listed the new Nokia 8 for pre-registrations on JD.com, the same site that saw over 1 million registrations for the Nokia D6. However, the move is not surprising as HMD promoted Nokia looks to capitalise on the upcoming Mobile World Congress in Barcelona where it is expected to announce nearly five new handsets.

According to the listing, which is a little difficult to authenticate, the new Nokia 8 is expected to come at a price tag of CNY 3,188 (Rs 31,000 approximately). The listing also has pictures that seems to show concept renders of a Nokia smartphone with near bezel-less display.

In terms of specifications, the Nokia 8 is expected to sport a Qualcomm Snapdragon 835 processor along with 5.7-inch QHD super AMOLED display. In terms of optics, the new Nokia 8 is expected to come with a 24-megapixel rear camera with OIS alongside a 12-megapixel front camera.


The Nokia 8 will have two options in terms of storage -- 64GB and 128GB. Both the variants are rumoured to come with expandable storage slots up tp 256GB. Additionally, the Nokia 8 will run on Android Nougat. Other rumours suggest that the company is also expected to bring back Nokia phones that have some nostalgia attached to them which may include the Nokia 3310.


x

Tuesday, February 21, 2017

INDIA ORDERED S-400 SURFACE TO AIR MISSILE




India ordered 5 batteries of S-400 SAM system from Russia worth of $6 Billion.


S400 Triumf is designed to knock down aerodynamic flying targets. This includes targets with stealth technologies as well. 

The S-400 missile system packs a formidable punch and is capable of destroying incoming missiles, drones and hostile aircraft within a range of up to 400 km

দেশে ভয়েস মেইল সেবা চালু

দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো মোবাইল ফোনে ভয়েস মেইল সেবা। সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়্ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কনফারেন্স রুমে এই সেবা চালু করা হয়।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের মোবাইল ফোনে ভয়েস মেইল পাঠিয়ে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
পরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বিটিআরসি চেয়ারম্যানের মোবাইলে একটি অভিনন্দন বার্তা পাঠিয়ে সবাইকে শুভেচ্ছা জানান।

এ সময় ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘ভয়েস মেইল সেবাটা নতুন কিছু নয়। পৃথিবীর বিভিন্ন দেশে এটি চালু রয়েছে। আমাদের দেশেও এই সেবা চালু আছে, তবে সবগুলো আপারেটর এখনো সেবাটি দেয় না। সবাইকে এ সেবা দেয়ার জন্য আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো। আশা করছি, জনগণ এই সেবা ব্যবহারে এগিয়ে আসবে।’
বিটিআরসি চেয়ারম্যান বলেন, এখন রবি ও বাংলালিংকে সেবাটি পাওয়া যাচ্ছে। অন্য অপারেটর এবং টিএনটি ফোনেও সেবাটি খুব শিগগিরই চালু করা হবে বলে জানান তিনি।
রবির প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রবি জনগণবান্ধব সার্ভিসে সব সময়ই নিয়ে আসে। এ সেবা আমারদের ইতোমধ্যেই চালু রয়েছে। বর্তমানে রবির ১২ লাখ গ্রাহক ভয়েস মেইল সেবা ব্যবহার করছেন। আমরা নতুন করে আরও প্রমোট করছি। এজন্য অতিরিক্ত কোনো চার্জ নেই বলেও জানান তিনি।
মাহতাব উদ্দিন বলেন, এখন পর্যন্ত কল রেটের হিসেবেই ভয়েস মেইল সার্ভিস দেওয়া হয়। তবে আরও প্রোমোশন করে অনেক গ্রাহক যুক্ত হলে বিটিআরসির ডিরেক্টিভ অনুযায়ী প্যাকেজের আওতায় আনবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, বাংলালিংকের সিইও এরিক ওস, স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক নাসিম পারভেজ, সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারীসহ বিটিআরসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং অপারেটরগুলোর প্রতিনিধিরা।

অনলাইনে প্রতারণা রোধে বিক্রয়ের দুই ব্যতিক্রমী পদক্ষেপ

বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রি দ্রুত এগিয়ে যাচ্ছে। একই সাথে কিছু ব্যক্তি নিজেদের সুবিধার্থে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ছদ্মনাম ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে।
বাংলাদেশে কেনাবেচার সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস Bikroy অনলাইন মার্কেটপ্লেসে এসব অপ্রত্যাশিত ঘটনা রোধ করতে কাজ করছে এবং নতুন দুটি পদক্ষেপ হাতে নিয়েছে।
অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থাও অনলাইন কেনাবেচার সাইটগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে।

বিক্রয়ের হাতে নেয়া পদক্ষেপ বাস্তবায়নের অন্যতম একটি হচ্ছে বিজ্ঞাপন প্রদানকারীদের অ্যাকাউন্ট যাচাই প্রক্রিয়া। এতে নতুন বিজ্ঞাপন প্রদানকারীদের একটি বাধ্যতামূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যেখানে এসএমএস দিয়ে একটি এককালীন পিন কোডের মাধ্যমে তাদের মোবাইল নাম্বারগুলোকে যাচাই করা হবে। এতে করে বিজ্ঞাপন প্রদানকারীরা নিজেদের ছাড়া অন্য কারও ফোন নাম্বার ব্যবহার করতে পারবেন না।
এছাড়া ফেব্রুয়ারি থেকে বিক্রেতাদের সকল রেপ্লিকা এবং ক্লোন পণ্যের বিজ্ঞাপন প্রদানের অনুমোদন বন্ধ করে দিয়েছে বিক্রয়। বাংলাদেশে ক্লোন এবং রেপ্লিকা ফোনগুলোর একটি বিশাল বাজার রয়েছে। বিক্রেতারা নিয়মিত এবং প্রকাশ্যে এই সব রেপ্লিকাগুলো বিক্রি করছে এবং ক্রেতারাও এই নকল পণ্যগুলোকে আসল পণ্য মনে করে বিভ্রান্ত হয়ে ক্রয় করছেন। বাংলাদেশে আন্তর্জাতিক ইনটেলেকচুয়াল প্রোপার্টি আইন অনুযায়ী, অন্য কোম্পানির ট্রেড মার্ক ব্যবহার অবৈধ। সে জন্যই অনলাইন সাইটে সব ধরনের ক্লোন পন্যের বিজ্ঞাপন বন্ধের ব্যবস্থা নিয়েছে বিক্রয়।
এ বিষয়ে বিক্রয়ের মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, ‘বাংলাদেশে কেনাবেচার সবচেয়ে বড় মার্কেটপ্লেস হিসেবে বিক্রয়ে আমরা আমাদের ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। গত বছর আমরা ‘Buy Now’ সার্ভিস নিয়ে এসেছিলাম, যা আমাদের ব্যবহারকারীদের নিরাপত্তা এবং সুরক্ষা বৃদ্ধি করেছে এবং আমরা আবারো অনাকাঙ্ক্ষিত এবং ক্লোন পণ্যের বিজ্ঞাপন বন্ধ করে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সেটি অব্যাহত রেখেছি।’
তিনি আরও বলেন, ‘আইনের সহায়তায় বাংলাদেশের অনলাইন গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা ভবিষ্যতেও নিয়মিত কাজ করে যাব।’